চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিকি ছবি

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুরে এ ঘটনা ঘটে।

মৃত ইসমাইল হোসেন (৬৫) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গনকা বিদিরপুর মহল্লার মৃত শামসুজ্জোহার ছেলে।

বৃদ্ধের নাতি পারভেজের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ইসমাইল হোসেন শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে বিদিরপুর এলাকার রেললাইন অতিক্রম করার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ধুমকেতু সাটল ট্রেনের ধাক্কায় তার ডান পায়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে বৃদ্ধের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।