চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। এসময়ে পদ্মার পানি ১১ সেন্টিমিটার কমেছে। জানা গেছে, পানি কমলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। সদর ও শিবগঞ্জ উপজেলার বিস্তির্ণ চরাঞ্চল নিমজ্জিত হয়ে আছে। এসব এলাকার প্রায় ২০ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান জানান, চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় পানি বাড়লেও বিপদসীমা অতিক্রম করেনি। এখন পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় ১১ সেন্টিমিটার পানি কমেছে। তিনি আরও জানান, রবিবার পদ্মা নদীর পানি বিপদসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উপদ্রুত এলাকা থেকে পানি সড়তে দুই থেকে তিন দিন সময় লাগবে। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান