চাঁপাইনবাবগঞ্জে প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নুরুজ্জামান নিশান (১৬) নামের এক কিশোরকে আটক করেছে র‌্যাব। সোমবার সন্ধ্যায় জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত  নিশান জামবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটস্ অ্যাপ ব্যবহার করে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দিয়ে ভূয়া প্রশ্নপত্র বিতরণ করে বিকাশের মাধ্যমে টাকা লেদদেন হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল জামবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালয়ে নুরুজ্জামান নিশানকে আটক করে।

এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল পরিবর্তনের কথা বলে সে বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

আরএম/