চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ফেন্সিডিলসহ পিতা ও তার দুই পূত্রকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুলাই) ভোরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কানসাট-খাসেরহাট সড়কের গোপালনগর মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শাহাবাজপুর ইউনিয়নাধীন আজমতপুর মন্ডলপাড়া গ্রামের নৈমুদ্দিনের ছেলে জামাল উদ্দিন(৪৫), তার ছেলে কামাল উদ্দিন (১৯) ও উপচাকপাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে শাহ আলম(৩০)।
শিবগঞ্জ থানার এসআই আইনুল হক জানান, ফেন্সিডিল কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কানসাট-বিনোদপুর আঞ্চলিক সড়কের গোপালনগর মোড়ে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ উক্ত তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং ৩ জনকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ