চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে বজ্রপাতের দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নে বজ্রপাতের এই ঘটনা ঘটে। মৃতরা হলেন, ওই ইউনিয়নের বড়দাদপুর স্কুলপাড়া এলাকার এমরানের ছেলে ইয়াসিন (১৪) ও শেরপুর কোঠাডাঙ্গা এলাকার মৃত ঝাড়িয়া ওরাওয়ের ছেলে বিদয় ওরাও (৫২)।
পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী জানান, বৃহস্পতিবার ইয়াসিন তার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে সুবইল মাঠে ধান খেতে কাজ করছিলেন। সকাল ৯টার দিকে বৃষ্টির সময় বজ্রপাত হলে ইয়াসিন ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে প্রায় একই সময়ে নিজ বাড়ি থেকে আধা কিলোমিটা দূরে সোনাবার এলাকায় খেতে কাজ করার সময় বজ্রপাতে বিদয় ওরাও মারা যান। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান