চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কুইচ্চাগাড়া এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘গুলিবিনিময়ে’ দুই ব্যক্তি নিহত হয়েছে।
রোববার রাত সোয়া ১২টার পর কুইচ্চাপাড়া-আরগাড়া সড়কে এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
‘বন্দুকযুদ্ধে’ র্যাবের চার সদস্য আহত হয়েছেন বলে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও কয়েকটি দেশি ধারালো অস্ত্র।
র্যাবের ভাষ্য, নিহত ব্যক্তিরা ডাকাত দলের সদস্য ছিল। তারা র্যাবের টহল দলের ওপর হামলা চালিয়েছিল। এ সময় র্যাবের সঙ্গে গুলিবিনিময়ে তারা নিহত হয়।
নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি র্যাব।
আজকের বাজার/ এমএইচ