চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোবপুকুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২ জন হলেন, উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী বাজারের মোকবুল হোসেনের ছেলে বাহাদুর রহমান (৪০) ও চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের এনামুল হকের ছেলে মুকুল (৪২)।
শিবগঞ্জ থানার এসআই জুয়েল জানান, ওই সময় মোটরসাইকেল আরোহী বাহাদুর ও মুকুল মোটরসাইকেল যোগে সোনামসজিদ যাবার পথে ধোবপুকুর বাজার এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই দুইজনেই নিহত হন। লাশ দুটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি শিকদার মো. মশিউর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজকের বাজার/একেএ