চাঁপাইনবাবগঞ্জের চাঞ্চল্যকর সেরিনা বেগম হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
রোববার (১২ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোহনবাগ এলাকার মৃত কান্তু মণ্ডলের ছেলে আব্দুল মান্নান ও তার দ্বিতীয় স্ত্রী সুফিয়া বেগম। অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসমি আবুল বাসারকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আঞ্জুমান আরা মামলার বিবরণ দিয়ে জানান, তালাকপ্রাপ্ত নারী সেরিনা বেগম শিবগঞ্জের বিভিন্ন বাড়িতে ঝিয়ের কাজ করতো। কাজের সূত্র ধরেই তার পরিচয় হয় মান্নানের স্ত্রী সুফিয়া বেগমের সাথে।
একপর্যায়ে ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর রাতে আব্দুল মান্নান তার স্ত্রী সুফিয়ার সহায়তায় সেরিনা বেগমকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে।
পরের দিন ১১ সেপ্টেম্বর সকালে পুলিশ শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ এলাকার একটি আমবাগান থেকে সেরিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এই ঘটনায় নিহত সেরিনার ছেলে আরিফ হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে শিবগঞ্জ থানার এসআই লুৎফর রহমান ২০১৫ সালের ৩১ মে মান্নান, সুফিয়া ও বাসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
১৩ জন স্বাক্ষীর সাক্ষ্য ও যুক্ত তর্ক শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী রবিবার এই মামলার রায় দেন।
আজকের বাজার/এমএইচ