চাঁপাইনবাবগঞ্জে হৃদরোগে আক্রান্ত হয়ে রফিকুল (৬০) নামের এক কয়েদীর মৃত্যু হয়েছে।
রোববার (৫ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তার মৃত্যু হয়।
রফিকুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাইকড়তলা কামার পাড়ার রশিদুলের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের কারাধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম ও কারাগারের চিকিৎসক ডা. অসীত সরকার জানান, গত ২৬ জুলাই মদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত রফিকুলকে একমাসের কারাদণ্ড প্রদান করেন।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ৭টা ৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা যায়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলে কারাধ্যক্ষ মো. শরিফুল ইসলাম জানান।
আজকের বাজার/একেএ