চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীর বাড়ির মালামাল জব্দ করেছে পুলিশ।
শনিবার (২ জুন) সকালে উপজেলার জমিনপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.ইকবাল হোসেন বলেন, জমিনপুর এলাকার মাদক মামলার তিন আসামি মামলত আলীর ছেলে গামা,কাসিমুদ্দিনের আলাউদ্দীন ও এরফান আলীর আবু ডিলার দীর্ঘদিন পলাতক থাকায় বাড়ির সমস্ত মালামাল জব্দের আদেশ দেন আদালত। আদালতের আদেশ অনুযায়ী শনিবার তাদের বাড়ি থেকে সমস্ত মালামাল জব্দ করা হয়।
এসময় শিবগঞ্জ থানার ওসি তদন্ত মাহতাব উদ্দীন, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.এনামুল হক ও স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
আজকের বাজার/একেএ