চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ মে) আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, শেফাল রায় (৩৫), কসিমুদ্দিন (৬০) ও আবু জার (৫৮)।
নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মদ বলেন, শুক্রবার (১৮ মে) রাতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ শেফাল রায়ের বাড়ি থেকে ১৪০ গ্রাম গাঁজা, সোনামাসনা গ্রামের সুর্য মিয়ার দোকানের পাশ থেকে কসিমুদ্দিনের দেহ তল্লাশি করে ১০৯ গ্রাম গাঁজা ও দোগাছি গ্রামে আবু জারের বাড়ি থেকে ১০৩ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।
আজকের বাজার/একেএ