চাঁপাইনবাবগঞ্জে ৮৬০০ পিস ইয়াবাসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৮ হাজার ৬শত  পিস ইয়াবাহসহ দুই জনকে আটক করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের ঝিকড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে সেলিম রেজা (২২) ও পৌর এলাকার মুরাদপুর মহল্লার রফিকুল ইসলামের ছেলে আল আমিন (৩০)।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ জানান, গতকাল রাত পৌনে ৯টার সময় নাচোল রাজবাড়ি সড়কের মুরাদপুর গোরস্থানের পাশ থেকে সেলিম রেজা ও আল আমিনকে র‌্যাব আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে ওই ইয়াবা জব্দ করে র‌্যাব। এ ব্যাপারে নাচোল থানায় একটি মামলা দায়ের করেছে র‌্যাব।
ওসি চৌধুরী জোবায়ের আহম্মদ বলেন, আজ মঙ্গলবার আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আজকের বাজার/একেএ