ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি এবার অভিনয় করতে যাচ্ছেন চীনের একটি ছবিতে। চলতি বছরের ৬ মে ঘটে যাওয়া চীনের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি হতে যাচ্ছে ফিচার ফিল্ম চেজিং মার্ডার, যেটি জিয়াংজিয়া শুটিং মার্ডার নামে আলোচিত।
চীনের হুবে ফেঙ্গু তিয়ানজিয়া ফিল্ম কোম্পানি লিমিটেডের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন সে দেশের নির্মাতা হুজিয়াহুই এবং ডেনিপ্যাং।
এ পরীমনি জানান, চীনের এই ছবিতে তাকে একজন আন্তর্জাতিক পুলিশ সদস্যের ভূমিকায় দেখা যাবে। এ ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করবেন চীন এবং হংকংয়ের বেশ কয়েকজন অভিনয় শিল্পী। চীনের কয়েকটি প্রদেশ ছাড়াও বাংলাদেশেও চেজিং মার্ডার ছবিটির শুটিং হবে বলে জানা গেছে। আগামী মাসেই পরী এই ছবিটির অফিসিয়ালি চুক্তিবদ্ধ হবেন বলে জানিয়েছেন।
আজকের বাজার: আরআর/ ০৭ আগস্ট ২০১৭