চাইনিজ ধনকুবের ও শি’র সমালোচক রেন ঝিকিয়াংয়ের ১৮ বছর কারাদন্ড

চীনের রাজধানী বেইজিংয়ের একটি আদালত দেশটির রিয়েল এস্টেট ব্যবসায়ী রেন ঝিকিয়াংকে মঙ্গলবার ১৮ বছরের কারাদন্ড দিয়েছে এবং ৪২ লাখ ইউয়ান (৬২০,০০০ ডলার) জরিমানা করেছে। তিনি প্রেসিডেন্ট শি জিন পিংয়ের একজন কট্টর সমালোচক হিসেবে পরিচিত। খবর এএফপি’র।

আদালতের এক বিবৃতিতে বলা হয়, কমিউনিস্ট পার্টির সাবেক এলিট রেন প্রায় ৫ কোটি ইউয়ান আত্মসাৎ করেছেন। তিনি ‘দুর্নীতি, ঘুষ গ্রহণ এবং সরকারি তহবিল তসরূপের’ দায় স্বীকার করেন।