চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে আজ রিকশা র্যালি বের করবেন চাকরিপ্রার্থীরা। পূর্ব ঘোষিত এই কর্মসূচিটি সোমবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগ থেকে শুরু হবে। এরপর র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে প্রেসক্লাবে যাবে। সেখান থেকে পুনরায় শাহাবাগে ফিরে আসবে।
দীর্ঘ্যদিন যাবত চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছে চাকরিপ্রার্থীরা। এরই অংশ হিসেবে আজ রিকশা র্যালি বের করবেন তারা।
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সমন্বয়ক সঞ্জয় দাস বলেন, চাকরিতে প্রবেশের সময়সীমা বাড়ানোর দাবিতে আমরা নানামুখী কর্মসূচি নিয়েছি। এরই অংশ হিসেবে সরকারের দৃষ্টি আকৃষ্ট করতে আজ রিকশা র্যালির আয়োজন করা হয়েছে।
এর আগে, গত ৩১ মার্চ একই দাবিতে ঢাকায় সমাবেশ করেন চাকরি প্রার্থীরা। তারা বলছেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের মানুষের চাকরিতে প্রবেশের বয়সসীমা অনেক কম।
আজকের বাজার/ এমএইচ