চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে অবস্থান কর্মসূচি চলছে

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মঙ্গলবার চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছে তারা। দাবি আদায় না হলে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করে শিক্ষার্থীরা।
তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর উপরে। তাহলে আমাদের দেশে নয় কেনো?
এর আগে ১০ দিন কর্মসূচি পালন করেও কোন সাড়া পাওয়া যায়নি দাবি করে আন্দোলনরত শিক্ষার্থী মো. এনামুল হক বলেন, আমাদের দাবিতো অযৌক্তিক নয়, তাহলে সরকার কেন কোন কর্ণপাত করছে না।
লক্ষীপুর থেকে এসে আন্দোলনে যোগদান করা শিক্ষার্থী মঞ্জুরুর রহমান ভুইয়া বলেন, বিশ্বেরর বিভিন্ন দেশে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ এর বেশি। আবার অনেক দেশে অবসরের আগের দিনও চাকরিতে প্রবেশের সুযোগ রয়েছে। তাহলে আমাদের দেশে ৩৫ করলে সমস্যা কোথায়।
ইমতিয়াজ আহমেদ নামের এক শিক্ষার্থী বক্তৃতায় বলেন, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। দাবি আদায় করার জন্য প্রয়োজনে আমরণ অনশন করবো। তবুও রাজপথ ছেড়ে যাবো না।
শিক্ষার্থীরা আরো বলেন, বতর্মান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১২ সালে যখন স্পিকার ছিলেন, তখন জাতীয় সংসদে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। ছয় বছরেও তা বাস্তবায়ন হয়নি।

আজকের বাজার : আরএম/ ওএফ/ ৩০ জানুয়ারি ২০১৮