কোভিড-১৯ পরিস্থিতির কারণে সরকারি চাকরিতে প্রবেশে বয়সের ক্ষেত্রে ছাড় দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ইউএনবিকে জানান, করোনার কারণে সরকারি চাকরিতে যাদের বয়স শেষ হয়ে গেছে তাদের ক্ষেত্রে ছাড় দেয়ার জন্য একটি সামারি প্রধানমন্ত্রীর কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে।
কতদিন বয়স বাড়ানোর প্রস্তাব গেছে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘গত ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে তারা পরবর্তী পাঁচ মাস সরকারি চাকরির আবেদন করতে পারবেন। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী অনুমোদন দেয়ার পর সিদ্ধান্ত চূড়ান্ত হবে।’
মন্ত্রণালয় থেকে জানা যায়, করোনার কারণে বন্ধের মধ্যে মন্ত্রণালয়, বিভাগ কিংবা সংস্থা চাকরির জন্য বিজ্ঞপ্তি দিতে পারেনি। অনেকের চাকরির বয়স এই সময়ের মধ্যে চলে গেছে। সেক্ষেত্রে তারা পাঁচ মাসের বয়সের একটা ছাড় পেতে পারেন। সে হিসেবে আগস্ট পর্যন্ত বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করতে পারবেন তারা।