চাকরির বয়স ৩৫ করার দাবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে দেশের ৬৪টি জেলায় মানবন্ধন করছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার ২৮ জানুয়ারি জাতীয় প্রেস কাবের সামনেও মানববন্ধন ও অবস্থান করে তারা। এ দিন দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সরকারী চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর উপরে। তাহলে আমাদের দেশে নয় কেনো?
শিক্ষার্থীরা আরো বলেন, বতর্মান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১২ সালে যখন স্পিকার ছিলেন, তখন জাতীয় সংসদে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। ছয় বছরেও তা বাস্তবায়ন হয়নি।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশের মানুষের গড় আয়ু যখন ৪৫ ছিল তখন চাকরি শুরুর বয়সসীমা ছিল ২৭ বছর। গড় আয়ু বেড়ে ৫০ হলে তা বেড়ে হয় ৩০ বছর। কিন্তু এখন গড় আয়ু ৭২ বছর হলেও চাকরিতে প্রবেশের বয়স অপরিবর্তিত আছে।
দাবি আদায় না হলে লাগাতার অবস্থান ও অনশন কর্মসূচি পালন করা হবে বলেও জানায় তারা।

 

আজকের বাজার : আরএম / ওএফ/ ২৮ জানুয়ারি ২০১৮