চাকরির জন্য হতাশা, অতঃপর ঢাবি ছাত্রের আত্মহত্যা!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ৯ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তানভির রহমান নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

স্বজনরা জানিয়েছে, চাকরির জন্য দীর্ঘদিন ধরে হতাশায় ভূগছিলেন তানভির। নিহত তানভির ২০১৪ সালে ব্যবসায় প্রশাসন বিভাগের সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হয়েছিলেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, সিসি টিভির ফুটেজে তানভিরকে এমবিএ ভবনের ৯ তলা থেকে লাফ দিতে দেখা যায়। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

এস/