চাকরি গেল ট্রাফিক আইন ভঙ্গ করে উল্টো পথে গাড়ি চালানোয় আলোচনায় থাকা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানার গাড়িচালক বাবুল মিয়ার।
২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ড্রাইভারকে (বাবুল মিয়া) চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি মূলত সমবায় অধিদফতরের গাড়িচালক। এক বছর ধরে তিনি সচিবের গাড়ি চালাতেন।
উল্লেখ্য, গত রোববার রাজধানীর হেয়ার রোডে উল্টো পথে আসায় ঐ সচিবের গাড়ি পুলিশের হাতে ধরা পড়ে। পরদিন (সোমবার) বাংলামোটরে উল্টো পথে ফের ট্রাফিক পুলিশের হাতে আটকা পড়ে একই গাড়ি। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র ব্যাপক সমালোচনার মুখে পড়েন মাফরুহা সুলতানা।
আজকের বাজার : এলকে/এলকে ২৬ সেপ্টেম্বর ২০১৭