বিদেশে ভালো চাকরি প্রলোভন দেখিয়ে ঢাকায় এনে ঝিনাইদহের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এতে অভিযুক্ত খোকন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।
কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, প্রযুক্তি ব্যবহার করে কোটচাঁদপুর উপজেলার নওদাগা গ্রাম থেকে পর্নগ্রাফির মামলায় খোকন মোল্লাকে শনিবার রাতে গ্রেফতার করা হয়।
মামলার আর্জিতে বলা হয়েছে, গত ২৪ মে মহেশপুর উপজেলার খোকন মোল্লা তাঁর গ্রামের ওই গৃহবধূকে সৌদি আরব পাঠানোর কথা বলে ফুসলিয়ে ঢাকায় নিয়ে যান। ঢাকার মিরপুর মাজার রোড এলাকার একটি বাসায় ওঠেন তাঁরা। এরপর খোকন মোল্লা ওই গৃহবধূকে নিয়মিত ধর্ষণ করে মুঠোফোনে ভিডিও করে রাখে। গত ৩ জুন সন্ধ্যায় ওই গৃহবধূ কৌশলে ওই বাসা থেকে পালিয়ে গ্রামের বাড়ি ফিরে আসেন।
খোকন মোল্লাও পরের দিন বাড়িতে ফিরে আসেন এবং গৃহবধূকে হুমকি দিতে থাকেন। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন। এই ঘটনায় এলাকায় সালিশ বসিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন খোকন। কিন্তু গৃহবধূ তা মানেননি। কিছু দিনপর খোকন ওই গৃহবধূর ভিডিও বিভিন্ন লোকজনের কাছে সরবরাহ করেন। ওই ভিডিও এখন ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম এবং এলাকার লোকজনের মুঠোফোনে দেখা যাচ্ছে।
গত ২৫ জুলাই ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে খোকন মোল্লাকে আসামি করে মামলা করেন।
আজকের বাজার: আরআর/ ০৫ আগস্ট ২০১৭