শেয়ারবাজার হঠাৎ তেজি হয়ে উঠেছে। শুক্রবার এসঅ্যান্ডপি ৫০০ ও নাসদাক মূল্যসূচক রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বক্তব্যের প্রভাবে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। আগের দিন এক বক্তব্যে পাওয়েল বলেন, নীতি নির্ধারণী সুদের হার বৃদ্ধির ধারা বজায় থাকবে। মার্কিন অর্থনীতির পুনরুদ্ধারের জন্য এটি প্রয়োজন। তিনি বলেন, পর্যায়ক্রমে সুদ হার বাড়ানোর বিষয়টি কর্মসংস্থান সৃষ্টির প্রবৃদ্ধি ধরে রাখা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায়।
শুক্রবার ডাও জোন্স ইন্ডাষ্ট্রিয়াল এভারেজ ১৩৩ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ২৫ হাজার ৭৯০ পয়েন্টে উন্নীত হয়।
নাসদাক কম্পোজিট ইন্ডেক্স ৬৭ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৯৪৫ পয়েন্টে পৌঁছেছে।
এসঅ্যান্ডপি ৫০০ এদিন ১৭ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৭৪ পয়েন্টে উঠে।