চাটমোহরে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

পাবনার চাটমোহর উপজেলায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন।

শনিবার (৭ জুলাই) ভোরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে। থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

এলাকাবাসী জানান, চাটমোহর-মান্নাননগর সড়কের উপজেলার জাবরকোল এলাকায় শনিবার ভোরে একটি ট্রাক অজ্ঞাত ওই ব্যক্তিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলের তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি দুদিন ধরে পাগল হিসেবে জাবরকোল জীবননগর এলাকায় ঘোরাফেরা করছিল।

ওসি (তদন্ত) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করে পুলিশ।

ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাজার/একেএ