চাদে জঙ্গিদের হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
রোববার (২২ জুলাই) এছাড়াও মধ্য আফ্রিকান ওই দেশটিতে ১০ জন নারীকে অপহরণ করেছে ওই জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সদস্যরা।
আল জাজিরার খবরে বলা হয়, হামলার পরপরই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, লেক চাদ অঞ্চলের ৩০০০ গ্রামবাসীকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় গভর্নর মোহাম্মদ আবা সালাহ জানিয়েছেন, রোববার লেক চাদ এলাকায় এই ঘটনা ঘটেছে।
সালাহ বলেন, বোকো হারাম দুই ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে ও ১৬ জনকে গুলি করেছে।
তিনি জানান, বোকো হারাম কর্তৃক অপহৃত ১০ নারীর মধ্যে একজন পালিয়ে ফিরে আসতে সফল হয়েছেন।
আবা সালাহ জানান, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই আশপাশের গ্রামবাসীদের সরিয়ে নেওয়া হয়েছিল।
আজকের বাজার/একেএ