আর পাঁচদিন পরই শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজ। বিদেশের মাটিতে খেলা বলে এই সিরিজে কিছুটা ব্যাকফুটে থাকবে সফরকারী বাংলাদেশ। কেননা দক্ষিণ আফ্রিকার পরিবেশ তো বটেই, টাইগারদের বিপক্ষে থাকবে সেখানকার উইকেট ও মাঠের কন্ডিশনও।
তবে ২৮ অক্টোবর থেকে টেস্ট সিরিজ মাঠে গড়ানোর আগে ক্রিকেট সংশ্লিষ্ট সবাই গুরুত্ব দিচ্ছেন ‘চাপমুক্ত’ স্বাভাবিক ক্রিকেটে। কর্তা-কর্মকর্তা থেকে ক্রিকেটার- সবার মুখে এখন একটাই কথা, মাঠে নেমে খেলতে হবে স্বাভাবিক খেলা।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন কথাই জানান সাবেক ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তা খালেদ মাহমুদ সুজন। সাকিব দলে না থাকলেও দলের অন্যদের উপর অগাধ আস্থা তার।
সুজন বলেন, ‘সাকিব নেই, তারপরওতো আমাদের আরও ১১ জন ছেলে আছে, যারা কীনা কাঁধে কাঁধ রেখে লড়বে।‘
মুশফিকদের প্রতি চাপ ভুলে ক্রিকেটকে উপভোগ করার পরামর্শ তার, ‘ক্রিকেটে চাপের কিছু নাই। উপভোগ করতে হবে। যদিও দক্ষিণ আফ্রিকায় হয়তো আমরা একটা স্পিনারই খেলাতাম। সাকিবের জায়গায় তাইজুল খেলছে হয়তো। তাইজুল সাকিবের মতো অভিজ্ঞ বা বিশ্বসেরা অলরাউন্ডার না। তারপরও বাঁহাতি স্পিনার হিসেবে সে যদি তার কাজটি করতে পারে তাহলেই আমাদের জন্য বড় কিছু হবে।‘
এদিকে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ‘প্রস্তুতি’ যেমনই হোক, দলে স্বস্তি ফিরেছে সাব্বির রহমান, সৌম্য সরকার ও মুমিনুল হকের ব্যাটে রান ফেরায়। বিশেষ করে নিজের জাত চিনিয়েছেন সাব্বির, যা এই মুহূর্তে দলের জন্য অনেক বেশি প্রয়োজন ছিল। ম্যাচের দুই ইনিংসেই হাঁকিয়েছেন লড়াকু হাফ-সেঞ্চুরি।
চাপমুক্ত স্বাভাবিক ক্রিকেটের গুণকীর্তন গাইলেন সাব্বির রহমান। শনিবার প্রস্তুতি ম্যাচ শেষে বেনোনিতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ‘সব মিলিয়ে আমরা খুব ভালো খেলেছি। যেরকম ভেবেছিলাম তার চেয়েও ভালো উইকেট ছিল। যেকোনো ফরম্যাটেই রান করাটা ব্যাটসম্যানের জন্য গুরুত্বপূর্ণ। আর আমি তাই নিজের স্বাভাবিক খেলাই খেলি যেকোনো ফরম্যাটের ক্রিকেটে। আর এভাবেই রান করি। যদি রান নাও করি, তাহলেও আমার মনে হয় এভাবে খেলতে থাকলে আমি আরও আত্মবিশ্বাসী হয়ে খেলতে পারবো।’
আজকের বাজার: সালি / ২৪ সেপ্টেম্বর ২০১৭