প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা চাপে নয়, অসুস্থতার কারণে এক মাসের ছুটি চেয়েছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সোমবার বিকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দেশের সর্বোচ্চ এ আইন কর্মকর্তা বলেন, ‘অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে উনি এক মাসের ছুটি চেয়েছেন। বিষয়টি তার ব্যক্তিগত, তিনি ছুটি চাইতেই পারেন। এটা নিয়ে তো অবাক হওয়ার কিছু নেই।’
মাহবুবে আলম বলেন, ‘একজন মানুষের সুবিধা-অসুবিধা থাকতেই পারে। তিনি বিদেশ থেকে আসার পর আমার সঙ্গে দেখা হয়নি। জানি না ছুটির কী কারণ?’
প্রধান বিচারপতির ছুটি চাওয়াটা নজিরবিহীন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি মনে করি, তার ছুটি চাওয়ার বিষয়টি নজিরবিহীন কোনো ঘটনা নয়। তার সমস্যা থাকতেই পারে।’
ষোড়শ সংশোধনীর রায় নিয়ে চাপে পড়ে প্রধান বিচারপতি ছুটি চেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনীর মামলায় আরও বিচারপতিরা ছিলেন। উনি একা রায় দেননি। তাই তার চাপে পড়ার কোনো কারণ নেই।’
সোমবার বিকালে রাষ্ট্রপতির কাছে এক মাসের ছুটি চেয়ে আবেদন করেন প্রধান বিচারপতি। সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি অনুপস্থিতিতে জেষ্ঠ্য বিচারপতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সেই হিসেবে বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিঞার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করার কথা। তবে এখনো এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয় থেকে এখনো দেয়া হয়নি।
প্রসঙ্গত, আগামী বছরের ৩১ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার চাকরির মেয়াদ শেষ হবে।
আজকের বাজার ডেস্ক: ০২ অক্টোবর ২০১৭