চাপ অনুভব করছেন না সাকিব

করোনার কারনে দীর্ঘদিন পর আবারো চলতি মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজ মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা । সেই সাথে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানও। কারন জুয়াড়ির তথ্য গোপন করায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন সাকিব। নিজের প্রত্যাবর্তনকে চাপ অনুভব করছেন না সাকিব। তবে ফেরাটা সহজ হবে না বলে স্পষ্ট করেছেন সাকিব।
শ্বশুরের অসুস্থতার খবরে গত ১৫ ডিসেম্বর সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন সাকিব। তবে বিমানে উঠার পর শ্বশুরের মৃত্যুর খবর জানতে পারেন তিনি। ১৭ দিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে আজ দেশে ফিরেছেন সাকিব।
কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে আজ সকালে দেশে ফিরেছেন সাকিব। দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে সিরিজ নিয়ে কথা বলতে হয়েছে তাকে। তিনি বলেন, ‘এই ফেরাটা ভিন্ন। শ্রীলংকা যেতে পারিনি যা হতাশার। ওয়েস্ট ইন্ডিজকে ধন্যবাদ দিচ্ছি, এখানে আসার জন্য। তবে আমি রোমাঞ্চিত। আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি ভেবে ভালো লাগছে।’
দীর্ঘদিন পর মাঠে নামবেন ভেবেই রোমাঞ্চিত সাকিব। তবে নিজেকে উজার করে দিতে প্রস্তুত সাকিব। এজন্য চাপ অনুভব করছেন না তিনি, ‘চাপ না, একটা প্রত্যাশা তো সবারই থাকে, আমারও আছে। তবে আমার জন্য এবার সহজ হবেনা। সেই হিসেবে অবশ্যই চেষ্টা করবো সব মিলিয়ে আগের জায়গাতে যেন ফিরতে পারি।’
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য ইতোমধ্যে দল ঘোষনা করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু করোনাভীতি ও ব্যক্তিগত কারণে বাংলাদেশ সফরে আসছেন না জেসন হোল্ডার-কাইরন পোলার্ডসহ নামী-দামি অভিজ্ঞ ১২ ক্রিকেটার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিয়ে সাকিব বলেন, ‘যে দুইটা দল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ তাদের সাথে যদি আমরা ভালো না করি তাহলে আমাদের জন্য হতাশার হবে। আসলে এই অভিজ্ঞতা তো আগেও হয়েছে, এটাতো নতুন কিছুনা।’