আসন্ন কোরবানির ঈদে সরকার পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ২০ আগস্ট রোববার সচিবালয়ে চামড়া শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ কথা জানান।
পশুর চামড়ার নির্ধারণ করে দেওয়া দাম অনুযায়ী গরুর চামড়া ঢাকায় প্রতিফুট ৫০-৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০-৪৫ টাকা। এছাড়া খাসির চামড়া সারাদেশে ২০-২২ টাকা হারে নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এবার কোনোভাবেই চামড়া পাচার হবে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ঈদের পর থেকে ৩০ দিন পর্যন্ত চামড়া পাচার রোধে বিশেষ নজরদারি থাকবে। তিনি আরও জানান, ঢাকাসহ সব সিটি কর্পোরেশনে নিয়ম মেনে কোরবানি দেওয়া হবে।
আজকের বাজার: এমএম/ ২০ আগস্ট ২০১৭