কোরবানির পশুর চামড়ার দাম এবার তুলনামুলক কম হওয়ায় অবৈধভাবে ভারতে পাচার ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তসহ বিভিন্ন সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তরের নিদের্শে এ সতর্কতা জারি করা হয়েছে।
জয়পুরহাট- ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক জানান, চোরাকারবারিরা যাতে গরু, ছাগল ও ভেড়ার চামড়া অবৈধভাবে ভারতে পাচার করতে না পারে, সেজন্য দিনাজপুরের হিলি সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।
তাদের দায়িত্বপূর্ণ সীমান্তে নজরদারির পাশাপাশি কিছু চিহ্নিত পয়েন্টে টইল জোরদার করা হয়েছে জানিয়ে বিজিবি কর্মকর্তা বলেন, সীমান্তে স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমেও সীমান্তের সকল কার্যক্রম তদারকি করা হচ্ছে।
এছাড়া, সীমান্ত এলাকায় যারা চামড়া ব্যবসার সাথে সম্পৃক্ত, তারা ঈদের দিন থেকে কোরবানির চামড়াগুলি কোথায় নিয়ে যাচ্ছে বা নিয়ে আসছে সেসব বিষয়েও খোঁজ খবর রাখা হচ্ছে বলেও জানান তিনি।
সূত্র - ইউএনবি