রাজশাহীর চারঘাটে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ের কথিত দুই সাংবাদিককে আটক করেছে পুলিশ। চারঘাট উপজেলার ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে রোববার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মোন্নাফের মোড়ের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে মামুনুর রশিদ ও বাঘা উপজেলার হরিনা গ্রামের জিন্নাত আলীর ছেলে মাসুদ রানা।
চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যায় থানায় খবর আসে ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক ব্যক্তিকে আটক করে মারপিট করা হচ্ছে। কোন লোকজন তাদের কাছে যেতে পারছে না। এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোয়েন্দা পুলিশ পরিচয় দেয়া ব্যক্তিদের সাথে কথা বললে তারা নিজেদের সাংবাদিক ও মানবধিকারকর্মী বলে পরিচয় দেন। পরে তাদের আটক করা হয়। তাদের নামে মামলা করা হয়েছে।
আজকের বাজার/একেএ