রাজা জিগমে খেসার ন্যামগিল ওয়াংচুকের আমন্ত্রণে চারদিনের সফরে ১০ জুলাই সোমবার সকালে ভুটান গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
ভুটানে অবস্থানের সময় সাবেক এই রাষ্ট্রপতি সে দেশের বর্তমান রাজার পাশাপাশি সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুকের সাথেও বৈঠকে মিলিত হবেন।
ভুটান রাজপ্রসাদের পাশে হোটেল তাজে উঠবেন এইচ এম এরশাদ। এ সফরকালে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান এবং মেজর অবসরপ্রাপ্ত খালেদ আখতার।
এরশাদকে বিদায় জানাতে শাহ আন্তজার্তিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, ভাইস চেয়ারম্যান নোমান মিয়া এমপি, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহাজাদা প্রমুখ।
জাপা সূত্রে জানা যায়, আগামী শুক্রবার দেশে ফিরবেন সাবেক এ রাষ্ট্রপতি।
আজকের বাজার:এলকে/ এলকে/ ১০ জুলাই ২০১৭