চার দিনের ব্যক্তিগত সফরে রংপুরে গেছেন সংসদের বিরোধী দলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার বেলা ১১টার দিকে তিনি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে হেলিকপ্টারযোগে রংপুর সেনানিবাসের উদ্দেশ্যে রাজধানী ছেড়েছেন। দুপুর ১২টার দিকে রংপুর সেনানিবাসে পৌঁছে তিনি হোটেল গ্র্যান্ড প্যালেসে উঠেন।
৪ ও ৫ মার্চ হুসেইন মুহম্মদ এরশাদ ব্যক্তিগত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। ৬ মার্চ বুধবার বিকাল ৪টায় রংপুর সেনানিবাস থেকে হেলিকপ্টারযোগে রাজধানীর উদ্দেশে রংপুর ছেড়ে আসবেন।
এরশাদের সফরসঙ্গী হিসেবে আছেন-জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার এবং হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিখ এরশাদ।
আজকের বাজার/এমএইচ