ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং আইসিএবির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ ৩ ডিসেম্বর ২০১৯ চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজে দি ইনষ্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) চট্টগ্রাম অঞ্চল আয়োজিত “চার্টার্ড একাউন্টেন্সি: এ ড্রিম ক্যারিয়ার পাথ ফর এটেইনিং বিজনেস লিডারশিপ শীর্ষক মোটিভেশনাল প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএবির কাউন্সিল মেম্বার সিদ্ধার্থ বড়–য়া এফসিএ এবং সভাপতিত্ব করেন চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজের অধ্যক্ষ প্রফেসর সাগর কান্তি দে। অনুষ্ঠানে আইসিএবি-চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান ইমরান আবু হাসান, এফসিএ, আইসিএবির সদস্য সুবাস চন্দ্র চৌধুরী, এফসিএ ও মোহাম্মদ আবূল কাসেম, এফসিএ, আইসিএবি চট্টগ্রাম অঞ্চলের সদস্যগণ, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।