বলিউডের জনপ্রিয় সুপারস্টার রণবীর সিং দীর্ঘদিন সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবত’ নিয়ে চড়াই-উতরাইয়ের মধ্যে ব্যস্ত সময় পার করছেন। ছবিতে নিজের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য গৃহবন্দী হয়েও থেকেছেন এই অভিনেতা।
‘পদ্মাবত’ মুক্তির পরপরই জোয়া আখতার পরিচালিত ‘গুল্লি বয়’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন রণবীর। কিছুদিন আগে শেষ হয়েছে ছবিটির শুটিং। আর সেখান থেকে ছুটি পেয়েই নিজের পছন্দের জায়গা সুইজারল্যান্ডে পাড়ি দেন তিনি।
ঘুরে বেড়ানোর পাশাপাশি সুইজারল্যান্ডের কিংবদন্তিদেরও নিজের স্টাইলে শ্রদ্ধা জানাচ্ছেন রণবীর সিং।
এইতো ক’দিন আগে কিংবদন্তি ব্রিটিশ গায়ক ফ্রেডি মারকিউরি সেজে তাকে সম্মান জানিয়েছেন রণবীর সিং। এবার চার্লি চ্যাপলিনকে শ্রদ্ধা জানালেন বলিউডের এই অভিনেতা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি স্থিরচিত্র ও একটি ভিডিও শেয়ার করেছেন রণবীর সিং। যেখানে বলিউডের এই অভিনেতাকে চার্লি চ্যাপলিনের সাজে দেখা যাচ্ছে।
আজকের বাজার/ এমএইচ