চার ওভারে ৭৫ রান দিলেন কাসুন রাজিথা

টি টোয়েন্টির ইতিহাসে সবথেকে খরুচে বোলারের তালিকায় নাম লিখিয়ে ফেললেন শ্রীলঙ্কান পেস বোলার কাসুন রাজিথা। নিজের ৪ ওভারের কোটায় ৭৫ রান খরচ করলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কাসুনের এমন শোচনীয় পারফরম্যান্সেই হার লঙ্কানদের।

চলতি বছরে অগাস্টে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সবথেকে বেশি রান দেওয়ার রেকর্ড ছিল তুরস্কের তুনাহান তুরানের। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলার সময় তিনি ৪ ওভারে ৭০ রান খরচ করেছিলেন। তবে সেই রেকর্ডও এবার ভেঙে ফেললেন কাসুন রাজিথা।

প্রথম ওভার থেকে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের তাণ্ডবের সামনে পড়েছিলেন কাসুন রাজিথা। প্রথম ওভারে ১১ রান দেন তিনি। তারপরের ওভারে ২১ রান বিলিয়ে আসেন তিনি। ২৬ বছরের বোলারের তৃতীয় ওভার থেকে অজি ব্য়াটসম্যানরা স্কোরবোর্ডে তোলেন ২৫ রান। এবং চতুর্থ ওভারে এই রান খরচের সংখ্যা হয় ১৮। চার ওভারের কোটায় সাতটা বাউন্ডারি সহ হাফডজন ছক্কা হজম করেন তিনি।

আজকের বাজার/লুৎফর রহমান