চার কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধি তদন্তে বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের চারটি কোম্পানির শেয়ারের ‘অস্বাভাবিক’ মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি চারটি হচ্ছে-তুংহাই নিটিং, কে অ্যান্ড কিউ, জুট স্পিনার্স ও রিজেন্ট টেক্সটাইলস।

বৃহস্পতিবার ১৮ মে বিএসইসি সূত্রে জানা যায়, বুধবার চারটি পৃথক আদেশ জারির মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিসংখ্যান থেকে দেখা যায়, গত ৩ জানুয়ারি তুংহাই নিটিং এর শেয়ারের দাম ছিল ১২ টাকা ৪০ পয়সা। এর পর থেকে এটি বাড়তে বাড়তে ১৩ এপ্রিল এটি ১৯ টাকা ৪০ পয়সায় উঠে। তিন মাসের ব্যবধানে শেয়ারটির দাম বাড়ে ৫৬ শতাংশ।

জানুয়ারির শুরুতেও কে অ্যান্ড কিউর শেয়ারের দাম ছিল ৩৪ টাকা। গত ১৭ মে এটি বেড়ে দাঁড়ায় ৫৬ টাকা ৪০ পয়সা। এই সময়ের ব্যবধানে শেয়ারটির দাম বেড়েছে ৬৭ শতাংশ। অথচ কোম্পানিটি দীর্ঘদিন ধরে বন্ধ। নিজস্ব উৎপাদন বন্ধ থাকায় কারখানা অন্য প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছে অনেক আগেই।

আজকের বাজার: আরআর/ ১৮ মে ২০১৭