দেশের চারটি জেলায় নতুন করে আরও চারটি মেডিকেল কলেজ চালুর প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
তিনি জানান, মাগুরা, নওগাঁ, নীলফামারী ও নেত্রকোণা জেলায় চারটি নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার।
এছাড়া চাঁদপুরে মেডিকেল কলেজ করার আরেকটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
রোববার (২৬ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনুমোদিত এসব কলেজের প্রত্যেকটিতে মোট ২৫০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
আজকের বাজার/এমএইচ