পেস কিংবদন্তী অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা আজ বৃহস্পতিবার নিজকে ঐতিহ্যবাদী দাবী করে বলেছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রস্তাবিত চার দিনের টেস্ট ক্রিকেটের ঘোর বিরোধী তিনি।
২০২৩ সাল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে চার দিনের টেস্ট চালু করার কথা ভাবছে আইসিসি। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহি কেভিন রবার্টস আইসিসি’র প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন।
তবে ম্যাকগ্রা বলেছেন লংগার ভার্সন নিয়ে কালাতিপাত করার ঘোর বিরোধী তিনি।
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার শুক্রবার শুরু হওয়া সিডনি টেস্টের আগে ম্যাকগ্রা বলেন, ‘আমি খুব বেশি ঐতিহ্যবাদী। টেস্ট ক্রিকেট যেভাবে আছে আমি সেভাবেই দেখতে পছন্দ করি।’
ক্যারিয়ারে ১২৪ টেস্টে ৫৬৩ উইকেট শিকার করা ম্যাকগ্রা আরো বলেন, ‘আমার কাছে পাঁচ দিন বিশেষ কিছু এবং এটাকে ছোট আঁকারে দেখতে আমি ঘৃনা করি। খেলাটি সতেজ ও সামনের দিকে এগিয়ে নিতে গোলাপী বলের টেস্ট, দিবা-রাত্রির টেস্টের প্রচলন বেশ ভাল উপায়। কত দিন এটি খেলা হয়েছে তা পরিবর্তনের ক্ষেত্রে আমি আসলে এটির পক্ষে। যেভাবে আছে আমি সেটাকেই পছন্দ করি।’
আজকের বাজার/লুৎফর রহমান