চার দেশে উদ্বেগজনক হারে বাড়ছে করোনার রোগী

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে সারা বিশ্বের ১১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। গত কয়েকদিনে চীনে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমলেও চারটি দেশে এ হার উদ্বেগজনকভাবে বাড়ছে।

কোরিয়ার একটি ওয়েবসাইটের পর্যালোচনা থেকে এ তথ্য জানা গেছে।

চারটি দেশ হলো—ইতালি, ফ্রান্স, স্পেন ও যুক্তরাষ্ট্র।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে আক্রান্ত হয়েছেন এক হাজার সাতশ ৯৭ জন। মারা গেছেন ৯৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২০৩ জন। মারা গেছেন ৯ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ১৮১ জন। মারা গেছেন চারজন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৪২ জন। মারা গেছেন পাঁচজন।

গত ২৪ ঘণ্টায় চীনে আক্রান্ত হয়েছেন ১৯ জন। মারা গেছেন ১৬ জন। এ পর্যন্ত চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৫৪ জন। মারা গেছেন তিন হাজার ১৩৬ জন। সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৮৯৮ জন।

এছাড়া জার্মানিতে ৬০ জন, দক্ষিণ কোরিয়ায় ৩৫ জন, নরওয়েতে ৪৪ জন, অস্ট্রিয়ায় ১৯ জন, ডেনমার্কে ৩১ জন, গ্রিসে ১০ জন, কানাডায় ১০ জন, ইসরাইলে ১১ জন, পাকিস্তানী নয় জন এবং বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতেও গত ২৪ ঘণ্টায় চারজন আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত বিশ্বে ১ লাখ ১৪ হাজার ৪৪২ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চার হাজার ২৮ জন। আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৪ হাজার ৮৮ জন।

আজকের বাজার/শারমিন আক্তার