কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে রোহিঙ্গাদের হামলায় চার বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন। গেলো শুক্রবার রাতের এ ঘটনায় দুইজন রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
আহত চারজন হলেন- মোশতাক হোসেন, শহীদ হোসেন, জসীম উদ্দিন ও শাহেদ আলী। তাদের বাড়ি যশোরে। উখিয়ায় তারা মিস্ত্রির কাজ করেন বলে পুলিশ জানিয়েছে। আটক দুইজন রোহিঙ্গা হলেন- ইলিয়াস ও নূর বসর।
পুলিশ জানিয়েছে, রাতে রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাশে নলকূপ বসানোর কাজ করছিলেন মিস্ত্রিরা। এ সময় ‘ডাকাত ডাকাত’বলে পাশের ক্যাম্প থেকে কয়েকজন রোহিঙ্গা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করা হয়। আহতরা অস্থায়ী হাসপাতালে চিকিৎসাধীন।
আটক রোহিঙ্গাদের কাছ থেকে একনলা বন্দুক, এলজি, চারটি কার্তুজ ও দুটি কার্তুজের খোলা খোসা পাওয়া গেছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, কোথা থেকে রোহিঙ্গাদের কাছে অস্ত্র আসল তারা খতিয়ে দেখছেন। আটক দুইজন ক্যাম্পে নতুন এসেছেন বলে তিনি জানান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, এ ঘটনায় রোহিঙ্গাদের বিরুদ্ধে অস্ত্র ও হামলার অভিযোগে মামলা করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
আজকের বাজার:এলকে/এলকে ২৮ অক্টোবর ২০১৭