আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) মঙ্গলবার বলেছে বাংলাদেশ কর্তৃপক্ষ আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের চার লাখের মতো শিশুর স্কুলে শিক্ষা লাভের ওপরে আইনবর্হিভুত পন্থায় নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। বাংলাদেশের কোন সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের লেখাপড়ার কোন অধিকার নেই।
এমনকি দাতাসংস্থা এবং মানবিক সহায়তাকারী সংস্থাগুলোকেও ক্যাম্পের মধ্যে রোহিঙ্গা শিশুদের যথাযথ ও অর্থপূর্ণ শিক্ষাদান কার্যক্রমের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করে রাখা হয়েছে। আর আরোপিত এসব বাঁধা ও নিষেধাজ্ঞার কারণে হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত একটি প্রজন্ম তৈরি হচ্ছে।
হিউম্যান রাইটস ওয়াচ অবিলম্বে এসকল নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। সংস্থাটি এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, কিভাবে রোহিঙ্গা শিশুদের শিক্ষালাভ থেকে বঞ্চিত করা হচ্ছে তা তারা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন।
হিউম্যান রাইটস্ ওয়াচ বলছে, অনেক রোহিঙ্গা শিশু মিয়ানমার থেকে যে শিক্ষালাভ করে এসেছে তার কোন প্রাতিষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক স্বীকৃতিও বাংলাদেশে দেওয়া হচ্ছে না। তাদের পরীক্ষা গ্রহণের কোন ব্যবস্থা তৈরি হয়নি। খবর ভিওএ
আজকের বাজার/লুৎফর রহমান