বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
চালককে কান ধরে উঠবস করালেন শ্রমিকরা
প্রকাশিত - অক্টোবর ২৯, ২০১৮ ৬:০৩ পিএম
চালকদের মুখে পোড়া মবিল মাখানো ও মারধর করার পর এবার কান ধরে উঠবস করাচ্ছেন পরিবহন শ্রমিকরা।
সোমবার (২৯ অক্টোবর) ধর্মঘটের ২য় দিনে রাজধানীর যাত্রাবাড়ী ও শনিরআখড়াসহ বিভিন্ন এলাকায় এ দৃশ্য দেখা গেছে। এসময় সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন চালকদের গাড়ি থেকে নামিয়ে কান ধরে উঠবস করান পরিবহন শ্রমিকরা।
এর আগে তারা চালকসহ যাত্রীদের মুখে পোড়া মবিল লাগান। এই মবিল থেকে রেহাই পায়নি স্কুলছাত্রীরাও। সাংবাদিকসহ বিশ্ববিদ্যালয় শিক্ষককেও ছাড় দেননি তারা।
এবার পরিবহন শ্রমিকরা আরও জঘন্য পথ বেছে নিয়েছেন। ধর্মঘটে গাড়ি বের করায় তারা ব্যক্তিগত যানবাহনের চালকদের কান ধরে উঠবস করাচ্ছেন।
এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী জানান, আমরা পুলিশ কমিশনারকে বলে দিয়েছি- এমন আপত্তিকর ঘটনা যারা ঘটাচ্ছেন, পুলিশ যেন তাদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেয়।
প্রসঙ্গত আট দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা শ্রমিক ৪৮ ঘণ্টা ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে।
আজকের বাজার/এমএইচ
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.