নাটোরের বড়াইগ্রামের কারবালা এলাকায় শনিবার দিবাগত রাতে চালককে হত্যা করে ইজিবাইকসহ নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
নিহত রামুচন্দ্র দাস (৩৭) নাটোর পৌর এলাকার মল্লিকহাটী মহল্লার বাবুলাল দাসের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, নগদ টাকা ও কিছু মালামালসহ বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মচারী অসিম কুমার ইজিবাইকে চেপে রাত সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া থেকে নাটোর শহরে ফিরছিলেন। পথে একই উপজেলার কারবালা এলাকায় একদল দুর্বৃত্ত ইজিবাইকের গতিরোধ করে টাকা ও মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় চালক রামুচন্দ্র দাস বাধা দিলে দুর্বৃত্তরা তাকে শ্বাস রোধ করে হত্যা করে এবং অসিম কুমারকে বেঁধে রাস্তার পাশের একটি কলাবাগানে ফেলে রেখে পণ্য ও মালামালসহ ইজি বাইক নিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, খবর পেয়ে টহল পুলিশ তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে রামুচন্দ্র দাসকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর অসিমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি জানিয়ে পুলিশ বলছে, দুর্বৃত্তদের ধরতে তদন্ত ও অভিযান চালিয়ে যাচ্ছেন তারা।