সড়ক দুর্ঘটনারোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সড়ক দুর্ঘটনারোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়টি  নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে স্বরাষ্ট্র, সড়ক পরিবহন ও নৌমন্ত্রীকে তদারকি করতে নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

সোমবার (২৫ জুন) মন্ত্রিসভার বৈঠক চলাকালে এ নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশনা গুলো হলো :

১. চালক ও হেলপারদের (সহকারী) প্রশিক্ষণ প্রদান করতে হবে।

২. দূরপাল্লার যাত্রায় বিকল্প চালক রাখতে হবে। পাঁচ ঘণ্টা পর চালক পরিবর্তন করতে হবে।

৩. চালক ও যাত্রীদের সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক করতে হবে।

৪. মহাসড়কের পাশে বিশ্রামাগার রাখতে হবে চালকদের জন্য।

৫. সিগন্যাল মেনে চলতে হবে।

৬.যাত্রীদের অনিয়ন্ত্রিত রাস্তা পারাপার বন্ধে ব্যবস্থা নিতে হবে।

ঈদুল ফিতরের পর সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় শতাধিক লোক নিহতের ঘটনার পর এ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী।

আরজেড/