মেহরাজ মোর্শেদ : বাংলাদেশ অস্ট্রেলিয়া ১ম টেস্টের তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া দলের সংগ্রহ ২ উইকেটে ১০৯ রান। জয়ের জন্য সফরকারীদের আরও ১৫৬ রান প্রয়োজন। অপরদিকে বাংলাদেশ দলের প্রয়োজন ৮ উইকেট।
টাইগারদের দেয়া ২৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই ব্যাটসম্যান ম্যাট রেনশ এবং উসমান খাজার উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ৫ রানে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ওপেনার রেনশ। অপরদিকে ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করে সাকিবের বলে তাইজুলের তালুবন্দী হন খাজা।
এর আগে ২২১ রানে থেমেছে স্বাগতিকদের ২য় ইনিংস। ইনিংসে সর্বোচ্চ ৭৮ রান আসে ফর্মে থাকা ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে। অধিনায়ন মুশফিক করেন ৪১ রান। ৮২ রানে ৬ উইকেট নিয়েছেন অসি বোলার নাথান লায়ন।
আজকের বাজার: সালি/এমএম/ ২৯ আগস্ট ২০১৭