চালের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে : খাদ্যমন্ত্রী

কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, কিছু অসাধু মিল মালিক চালের দাম নিয়ে চালবাজি করছে।

কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে চালের দাম বাড়াচ্ছে। যেসব ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সচিবালয়ে মিয়ানমার থেকে চাল আমদানি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মিয়ানমার থেকে চাল আমদানি প্রসঙ্গে মন্ত্রী জানান, শেখ হাসিনার অনুমতি নিয়েই মিয়ানমারে গিয়েছিলেন। এটাও কূটনৈতিক তৎপরতার একটি অংশ। প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও কূটনৈতিক প্রচেষ্টা চালু থাকে।

তিনি বলেন, শুধু মিয়ানমার নয়, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশ থেকে সরকার চাল আমদানি করছে। এটা সরকারের ধারাবাহিক প্রচেষ্টার একটি অংশ বলেও উল্লেখ করেন তিনি।

খাদ্যমন্ত্রী জানান, আগামী মঙ্গলবার তিনি মিল মালিকদের সঙ্গে বসছেন। সেই বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও থাকবেন। সেখানে বড় বড় মিল মালিকদের ডাকা হবে। সেখান থেকে চালের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণের কার্যকরী সিদ্ধান্ত আসবে।

গত ৬ সেপ্টেম্বর খাদ্যমন্ত্রীর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল মিয়ানমার যায়। দলটি মিয়ানমার থেকে বছরে ১০ লাখ টন চাল আমদানির ব্যাপারে একটি সমঝোতা স্মারক সই করে।

আজকের বাজার : এমএম / ১৪ সেপ্টেম্বর ২০১৭