চালের কৃত্রিম সংকট থেকে উত্তরণে এবং চালের দামের লাগাম হাতে রাখতে সরকারকে কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ও চাল ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ।
৪ অক্টোবর বুধবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা অনুষদের সেমিনার কক্ষে ‘চালের কৃত্রিম সংকট ও উত্তরণের উপায়’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এমন পরামর্শ দেন।
বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট অ্যান্ড পোভার্টি স্টাডিজ বিভাগের সহযোগীতায় এটি আয়োজন করে এগ্রেরিয়ান রিসার্চ ফাউন্ডেশন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেভেলপমেন্ট অ্যান্ড পোভার্টি স্ট্যাডিজ বিভাগের প্রফেসর ও বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির যুগ্ম মহাসচিব ড. মোহাম্মদ মিজানুল হক কাজল।
কামাল উদ্দিন আহাম্মদ বলেন, চালে মধ্যসত্ত্বভোগিদের নিয়ন্ত্রণের জন্য সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেননি। চালের কৃত্রিম সংকটের জন্য এটিই মূল কারণ। সেক্ষেত্রে কৃষকের নিকট থেকে সরাসরি চাল কিনে কৃষককে তার প্রাপ্য মূল্য ফিরিয়ে দিতে হবে।
আজকের বাজার:এলকে/এলকে ৪ অক্টোবর ২০১৭