সরকারি ওএমএস এর চাল আত্মসাতের ঘটনায় কুষ্টিয়া সদর উপজেলায় আওয়ামী লীগের নেতাসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মো. মহসিন হাসান এ আদেশ দেন।
এদিন আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন।
আসামিরা হলেন- গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মারুফুল ইসলাম, চালের ডিলার মন্টু হোসেন এবং ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন।
আদালত সূত্র জানায়, ১৪নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস তার সহযোগীদের যোগসাজশে দীর্ঘ চার বছর ধরে গরীব দুস্থদের জন্য সরকার নির্ধারিত খাদ্য সহায়তা প্রকল্পের (ওএমএস) ১০ টাকা কেজি দরের সরকারি চাল উত্তোলন ও তা তালিকাভুক্ত দুস্থদের না দিয়ে আত্মসাৎ করেন।
এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে এ সংক্রান্ত বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হয়। আদালত স্বপ্রণোদিত হয়ে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসিকে নির্দেশ দেয়। মামলা দায়েরের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।