চাল ওজনে কম দেয়ায় বরিশালে ২ ইউপি সদস্যকে কারাদণ্ড

জেলের জন্য বরাদ্দকৃত সরকারি চাল ওজনে কম দেয়ার অপরাধে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দুই ইউপি সদস্যকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধায় এ আদেশ দেন আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হালদার।

দণ্ডপ্রাপ্তরা হলেন কেদারপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রোকনুজ্জামান সরদার।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হালদার জানান, ২ মাস নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে। এ সময়টায় জেলেদের সহযোগীতার জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতি মাসে ৪০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। কেদারপুর ইউনিয়নের ৪৫০ জন তালিকাভুক্ত সুবিধাভোগী জেলে রয়েছে।

তাদের প্রত্যেককে ১০ কেজি করে চাল কম দেয়ার অভিযোগ ছিল র‌্যাবের কাছে। এর প্রেক্ষিতে বুধবার বিকেলে অভিযান চালায় র‌্যাব-৮’র একটি দল। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রমাণও পায় তারা। এঘটনায় ইউপি সদস্য জাকির হোসেন ও রোকনুজ্জামানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ইউএনও।