যদি কেউ চালের বাজার থেকে সুবিধা নেওয়ার জন্য কৃত্রিম সংকট তৈরি করে- তবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক।
১৮ সেপ্টেম্বর সোমবার পুলিশ সদর দপ্তরে সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইজিপি এ কে এম শহিদুল হক বলেন, দেশের প্রধান খাদ্যশষ্য চালের বাজারে যদি কোনো ব্যক্তি অরাজকতা এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, আইনে আছে যদি কোনো ব্যক্তি চাল বা যে কোনো খাদ্য শস্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে; তবে সে আইন অনুযায়ী অপরাধী। তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, হাওরে আগাম বন্যায় ফসলহানির পর দুই দফা বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের ফসল নষ্ট হয়েছে। এতে করে বেশ কয়েক মাস আগে বেড়ে যাওয়া চালের দাম গত কয়েকদিনে আরো বেড়েছে। তবে ব্যবসায়ীদের কারসাজি ও কৃত্রিম সংকটই এর প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-মহাপরিদর্শক মো. মহসিন হোসেন, সহকারি মহাপরিদর্শক সোহেলী ফেরদৌসী, পুলিশ সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান প্রমুখ।
আজকের বাজার : এলকে/এলকে ১৭ সেপ্টেম্বর ২০১৭